| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইংল্যান্ডে ফুটবল স্টেডিয়ামে ঈদের নামাজ আদায়


ইংল্যান্ডে ফুটবল স্টেডিয়ামে ঈদের নামাজ আদায়


আন্তর্জাতিক ডেস্ক     02 May, 2022     11:40 PM    


মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আজ ইংল্যান্ডে ঈদ উদযাপিত হয়েছে। ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের দল ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। এর আগে কখনোই ইংল্যান্ডের কোন ফুটবল স্টেডিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।

আজ (২ মে) সোমবার সকালে প্রায় দুই হাজার নারী-পুরুষ সেই ঈদ জামাতে অংশ নেন। এর আগে ব্ল্যাকবার্ন এক টুইটে ঈদ জামাতের কথা জানিয়ে সবাইকে নিজেদের স্টেডিয়াম ইউড পার্কে আমন্ত্রণ জানায়।

ঐতিহাসিক সেই মুহূর্তটি ড্রোন ক্যামেরায় ধারণ করে নিজেদের টুইটারে পোস্ট করেছে ব্ল্যাকবার্ন রোভার্স। টুইটারে সেই ভিডিওর ক্যাপশনে ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে নিজেদের মাঠে ঈদ জামাত আয়োজনের কথাটি জানিয়েছে তারা।

🌙 Eid Mubarak from everyone at Blackburn Rovers.

This morning #Rovers became the first football club in the country to host Eid prayers on the pitch. 💙#EidMubarak 🔵⚪️ pic.twitter.com/Pw0LHkqjg5

— Blackburn Rovers (@Rovers) May 2, 2022