| |
               

মূল পাতা রাজনীতি খালেদা জিয়ার সুস্থতা কামনায় খেলাফত আন্দোলনের দোয়া মাহফিল অনুষ্ঠিত


খালেদা জিয়ার সুস্থতা কামনায় খেলাফত আন্দোলনের দোয়া মাহফিল অনুষ্ঠিত


রহমত নিউজ     01 December, 2025     06:39 PM    


বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও জামিয়া নুরিয়া ইসলামিয়ার মহাপরিচালক মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

দোয়া মাহফিলে জামিয়ার কয়েক শতাধিক ছাত্র শিক্ষক উপস্থিত ছিলেন। মোনাজাতে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।

দোয়া মাহফিলে আরও উপিস্থিত ছিলেন, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন, মহানগরীর নেতা মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।