| |
               

মূল পাতা সারাদেশ সাভারে হাফ ভাড়া দেওয়ায় শিক্ষার্থীকে মারধর


সাভারে হাফ ভাড়া দেওয়ায় শিক্ষার্থীকে মারধর


রহমত ডেস্ক     05 April, 2022     04:52 PM    


সাভারে হাফ ভাড়া দেওয়ায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওয়েলকাম পরিবহনের ৮টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।

আজ (৫ এপ্রিল) মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় ওয়েলকাম বাসের ভেতরে ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। এ ঘটনার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিচার দাবিতে সাভার মডেল থানায় অবস্থান নিয়েছেন ।

মারধরের শিকার শিক্ষার্থী হলেন ইউনুস কবির সেলিম (১৮)। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মতিয়ার রহমানের ছেলে এবং সাভার সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এছাড়া রিপনসহ আরও একজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে।

ভুক্তভোগী ইউনুস কবির সেলিম বলেন, আমরা দুইজন আশুলিয়ার পলাশবাড়ী বাসস্ট্যান্ড থেকে সাভার থানা স্ট্যান্ডের উদ্দেশ্যে ওয়েলকাম পরিবহনের একটি বাসে উঠি। পরে পল্লীবিদ্যুৎ থেকে আমাদের আরেক সহপাঠী ওঠে। আমরা থানা স্ট্যান্ডের একটু আগে পৌঁছালে কন্ডাক্টর বাসের ভাড়া চান। আমরা তিনজনের হাফ ভাড়া ২২ টাকার জায়গায় ৩০ টাকা দেই। শিক্ষার্থী পরিচয় দিলেও কন্ডাক্টর আমাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে মারধর করেন। এ সময় আমার হাত গাড়ির গ্লাসের সঙ্গে লেগে কেটে যায়। পরে আমার অন্যান্য সহপাঠীরা বিষয়টি জানতে পারলে তারা সড়কে এসে ওয়েলকাম পরিবহনের ৮টি বাস আটক করেন। এখন আমরা বিচারের দাবিতে থানায় অবস্থান নিয়েছি। আমরা ওই কন্ডাক্টর ও গাড়ি চালকের বিচার চাই।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাশ বলেন, দুই পক্ষকে নিয়ে বসা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা সাভার