| |
               

মূল পাতা প্রবাস টিকটকে আ’লীগের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে: মালয়েশিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (ফাইল ছবি)

টিকটকে আ’লীগের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে: মালয়েশিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী


রহমত ডেস্ক     31 March, 2022     09:49 AM    


টিকটকে আ’লীগের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে এখনো ষড়যন্ত্র হচ্ছে, একাত্তরের পরাজিত কুচক্রীর সাথে এরপরের কয়েক কুচক্রী মিলে এ ষড়যন্ত্র করছে, আপনারা বললেন টিকটকের কথা, এ টিকটকের মাধ্যমে এখান (মালয়েশিয়া) থেকেও ভুয়া তথ্য দিয়ে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এটাও একটা নতুন ষড়যন্ত্র।

মঙ্গলবার (২৯ মার্চ) স্থানীয় সময় রাত ৮টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরোমে এক সভায় অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হেসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ কমিউনিটি মালয়েশিয়ার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ বলেন, অনেকেই বলছেন, আমাদের কারণে শ্রমবাজার বন্ধ আছে, আমাদের কারণে না, শ্রমবাজার বন্ধ আছে এখানকার মালয়েশিয়ার অন্তর্দ্বন্দ্বের কারণে, আমি এখনো জানি না মার্কেট কবে চালু হবে, আমরা কথা বলেছি এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে জানতে পেরেছি, আশা করি শিগগিরই ভালো কিছু হবে।

বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. এটিএম ইমদাদুল হক, কামরুজ্জামান কামাল, কাইয়ুম চৌধুরী, এ কামাল হোসেন চৌধুরী, রাশেদ বাদল, নুর মোহাম্মদ ভূঁইয়া, দূতাবাসের ঊর্ধতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের জালাল উদ্দীন সেলিম, এ আর মামুন, বিএম রাসেলসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও প্রবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মালয়েশিয়ার শ্রম বাজারকে বিতর্কিত করার জন্য একটি চক্র অপপ্রচার করছে, এমন কি জনগণের বিপক্ষে গিয়ে তারা সিন্ডিকেট করে মালয়েশিয়ার শ্রমবাজারকে বন্ধ করার পাঁয়তারা করছে। মালয়েশিয়ায় কিছু বাংলাদেশী প্রবাসী তরুণ তরুণী বাংলাদেশ সরকার, দূতাবাস ও আওয়ামী লীগের বিরুদ্ধে ভিডিও বানিয়ে অপপ্রচার করছে।

এ অপপ্রচারের সাথে জড়িত অপরাধীদেরকে বাংলাদেশে নিয়ে বিচারের ব্যবস্থা করার দাবি জানান তারা।