| |
               

মূল পাতা আন্তর্জাতিক চেচেন নেতা রমজানকে লেফটেন্যান্ট জেনারেলে পদোন্নতি দিলেন পুতিন


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চেচেন নেতা রমজান কাদিরভ।

চেচেন নেতা রমজানকে লেফটেন্যান্ট জেনারেলে পদোন্নতি দিলেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক     31 March, 2022     09:40 AM    


চেচেন নেতা রমজান কাদিরভকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে অবদান রাখায় তাকে এই পদোন্নতি দেয়া হয়। বুধবার (৩০ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এমন প্রতিবেদন প্রকাশ করেছে।

গত ২৫ মার্চ ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোলের সিটি হলের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে রাশিয়ার পতাকা উত্তোলন করে চেচেন বাহিনী। তখন এক টেলিগ্রাম বার্তায় রমজান কাদিরভ বলেছিলেন, তারা মারিউপোল কর্তৃপক্ষের ভবনটি মুক্ত করেছে এবং এর উপরে আমাদের (রাশিয়া) পতাকা লাগিয়েছে।

রাশিয়ার চেচনিয়া অঞ্চলে রমজান কাদিরভের একচ্ছত্র আধিপত্য। পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত তিনি। ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরুর পরপরই ইউক্রেনের বিপক্ষে চেচেন যোদ্ধাদের নিয়ে রাশিয়ার হয়ে লড়ার ঘোষণা দেন কাদিরভ। একসময় রুশ সেনাদের বিরুদ্ধে লড়লেও এখন রাশিয়ার পক্ষেই যুদ্ধ করছেন রমজান কাদিরভ।