রহমত ডেস্ক 29 March, 2022 02:24 PM
ভোজ্যতেলের সরবরাহ রাতারাতি কমে যাওয়ায় ব্যাখ্যা দেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপকে তলব করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে তলব করেছে ।
মঙ্গলবার (২৯ মার্চ) অধিদপ্তরের উপপরিচালক আফরোজা রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাদের ৩০ মার্চ সকাল সোয়া ১০টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।
রাজধানীর কেরাণীগঞ্জ এলাকায় বসুন্ধরা গ্রুপের কারখানা পরিদর্শনে গিয়ে পাওয়া অনিয়মের ব্যাখ্যা চেয়ে পাঠানো চিঠিতে বলা হয়, ভোজ্যতেলের সরবরাহের পরিমাণ ফেব্রুয়ারি (১৭ হাজার মেট্রিক টন) মাসের তুলনায় মার্চ (১৩ হাজার ৫২ মেট্রিক টন) মাসে উল্লেখযোগ্য হারে কমে আসে।