রহমত ডেস্ক 24 March, 2022 09:31 PM
রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটি এ ধর্মঘটের ডাক দেয়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী ধর্মঘটের এ ঘোষণা দেন।
আগামী রোববার (২৭ মার্চ) থেকে শুরু হওয়া এ ধর্মঘটে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা চলবে না বলে জানিয়েছে ফেডারেশন।
গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় গ্রেপ্তার বাস চালকের এখনও জামিন না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।