| |
               

মূল পাতা রাজনীতি ‘দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে’


‘দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে’


রহমত ডেস্ক     06 March, 2022     06:37 PM    


খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, চাল. ডাল. তেল, শাক-সব্জীসহ সকল নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে একদল সিন্ডিকেট আগেই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এ সিন্ডিকেট নিয়ন্ত্রণে কোন পদক্ষেপ নেই। মাহে রমজানের আগে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।

শনিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ডাঃ এস এম মোসাদ্দেক, মাওলানা ওযায়ের আমীন, মুফতি সাইয়্যেদুর রহমান, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ডাঃ রিফাত মালিক, অধ্যাপক মাওলানা আজীজুল হক, হাজী নূর হোসেন, মাওলানা আবদুল হক আমিনী, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

বৈঠকে গৃহীত এক প্রস্তাবে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধের দাবী জানানো হয়। প্রস্তাবে বলা হয়, প্রতিবেশী রাষ্ট্রের উপর আগ্রাসন কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সেটা ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন হোক বা ফিলিস্তিনের উপর ইহুদীবাদী ইসরাইলের হোক বা ইরাকের উপর আমেরিকার হোক। বিশ্বশান্তির জন্য সব ধরনের আগ্রাসন ও যুদ্ধের পথ বন্ধ করতে হবে। চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্বকে পারমানবিক যুদ্ধের হুমকীর মধ্যে ফেলেছে। অবিলম্বে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ করে পারমানবিক যুদ্ধের হুমকী থেকে বিশ্ববাসীকে রক্ষা করতে হবে। প্রস্তাবে ইউক্রেনের বন্দরে বাংলাদেশী জাহাজে মিসাইলের আঘাতে নিহত নাবিক থার্ড ইঞ্ঝিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যুতে গভীল শোক প্রকাশ করা হয় এবং আহত সকল নাবিক, শিক্ষার্থীসহ ইউক্রেনে আটকে পরা সকল বাংলাদেশী নাগরিকদের নিরাপদে সড়িয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহনে সরকারের প্রতি দাবী জানানো হয়।