রহমত নিউজ 22 November, 2024 06:40 PM
নবগঠিত ইসি তাদের দায়িত্ব-কর্তব্য সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে বলে আশা করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান। গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেও ধারণা তার। তবে জনগণের আস্থা ফেরাতে কতোটা সফল হবে তা সসময়ই বলে দিবে বলে মত তার।
এদিকে, ভোট নিয়ে জন-অনাস্থার ধারণা পাল্টানো, মানুষের বিশ্বাস-আস্থা অর্জনই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নতুন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
নতুন প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে দেশের ক্রান্তিকালে নতুন ইসির সামনে অনেক চ্যালেঞ্জ এবং পাহাড়সম দায়িত্ব। আগামীতে দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া। সেই লক্ষ্যে নতুন কমিশন গঠন করেছে সরকার।
নতুন ইসি স্বাধীনভাবে, দলমতের উর্ধ্বে থেকে দেশ ও জনগণের স্বার্থে সঠিক দায়িত্ব পালনে কাজ করবেন বলে আশা করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদ উর রহমান।
সিইসি বলছেন, প্রশ্নবিদ্ধ ভোট নয়, অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করা হবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কলঙ্কের অবসান ঘটবে। দাবি, রাজনীতি বিশ্লেষক জাহেদ উর রহমানের। আর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।