রহমত নিউজ 20 November, 2024 08:57 PM
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের মনের বাইরের একটা জগত আছে সে জগতকে সমৃদ্ধ করতে বইয়ের বিকল্প নাই। ইসলামি বই মেলা শুধুই বাণিজ্য নয়, এটা জ্ঞান চর্চার একটি কার্যকর মাধ্যম। ইসলামি গ্রন্থ পাঠের মাধ্যমে ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেটে ইসলামি বইমেলায় বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের প্রকাশিত তাহফিজুল কুরআনুর কারিমসহ ৪টি গ্রন্থের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামি বই মেলা হেরার জ্যোতির দিকে পথ দেখায়। আমি ধন্যবাদ জানাই লেখক ও অনুবাদক, প্রকাশকদের। তাদের চেষ্টা সাধনায় এই বইমেলা সুন্দর করে সেজেছে।
তিনি বলেন, বিশ্বকল্যাণ পাবলিকেশন্স গত দুই দশক ধরে জাতির ধর্মীয় খোরাক জোগাতে যে কাজ করছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ইসলামী গ্রন্থ পাঠের মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। তাফসীর কুরআনুল কারীমের মতো গুরুত্বপূর্ণ বই মুসলিম সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, ইসলামী সাহিত্য এবং জ্ঞানভিত্তিক গ্রন্থের চর্চা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। এমন উদ্যোগগুলো আমাদের যুবসমাজকে ইসলামের প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ করবে।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ সম্পাদক মাওলানা লিয়াকত আলী ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।
আরও উপস্থিত ছিলেন, মুফতী আব্দুস সালাম, মুফতী আবুল হাসান শামসাবাদী, আহমদ বদরুদ্দীন খান, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, জহির উদ্দিন বাবর, মুফতী ইমরানুল বারি সিরাজি, মুফতী আবদুল্লাহ তামিমসহ আরও অনেকে।