| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল সৈয়দ তালহাকে সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী ঘোষণা করল জমিয়ত


সৈয়দ তালহাকে সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী ঘোষণা করল জমিয়ত


রহমত নিউজ     22 November, 2024     08:49 PM    


সৈয়দ তালহা আলমকে  সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ  (একাংশ)।

শুক্রবার (২২ নভেম্বর) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় জমিয়তের কাউন্সিল এবং গণসংবর্ধনা অনুষ্ঠানে তালহা আলমকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তের প্রার্থী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জমিয়ত নেতা সৈয়দ তালহা আলম বলেন, ইসলাম, দেশ ও জাতির খেদমত করে যেতে চাই। ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা আন্দোলনে রাজপথে লড়াই সংগ্রাম করেছি, আগামীতেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। 

তিনি আরও বলেন, সুনামগঞ্জ- ৩ আসনে জনগণের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করছি। আমাদেরকে দেশ ও জাতির সেবা করার সুযোগ করে দিন। আগামী নির্বাচনে সৎ, ন্যায়, যোগ্য, আদর্শবান নেতৃত্বকে নির্বাচিত করে সংসদে পাঠানোর দায়িত্ব আপনাদের। 

অনুষ্ঠানে জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতী  জাকির হুসাইন খাঁন বলেন, অতীতে সুনামগঞ্জ-৩ এই আসনটি বিএনপি জোট জমিয়তকে দিয়েছে এবং আগামীতে জোট হলে জমিয়ত জোটের কাছে আসনটি চাইবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারী, সহ সভাপতি শায়েখ মাওলানা আব্দুশ শহীদ জামালাবাদী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ আহমদবিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতী জাকির হোসাইন খাঁন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব হাফিজ রশীদ আহমদ,  সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জিহাদী প্রমূখ। 

অনুষ্ঠানে মাওলানা হুসাইন আহমদকে সভাপতি এবং এম আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।