| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন দেওবন্দে নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা


দেওবন্দে নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক     28 February, 2022     08:10 PM    


দারুল উলুম দেওবন্দ ২০২০ সালে বৈশ্বিক মহামারী মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ হয়ে যায়। দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ২০২১ সালের মাঝামাঝিতে খোলা হয়। পুরানো ছাত্রদের নিয়েই নতুন উদ্যমে লেখাপড়া শুরু হয়। কারণ, করোনা মহামারি থেকে বাঁচতে সরকার কর্তৃক প্রণীত সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ অনুসারে নতুন ছাত্রদের ভর্তি বন্ধ ছিল। ফলে হয়নি প্রতি বছরের শুরুতে আলোড়ন বহুল প্রত্যাশিত সেই ভর্তি পরীক্ষা। নতুন মুখেরা সুযোগ পায়নি দারুল উলুম দেওবন্দের ইলমি ভান্ডার থেকে উপকৃত হবার।

যেহেতু এখনও করোনা মহামারির প্রকোপ শেষ হয়নি তাই দারুল উলুম দেওবন্দের প্রতি মুখিয়ে থাকা নতুন ছাত্ররা ছিল শংকা, ভয় আর আশা-নিরাশার মাঝে। তবে হতাশ না হয়ে সর্বোত্তম ফয়সালাকারী মহান রবের কাছে করছিল কায়মনোবাক্যে দুআ। আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছেন। দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে আগামী শিক্ষা বর্ষে নতুন ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আজ (২৮ ফেব্রুয়ারি) সোমবার দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নুমানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

তবে অন্যান্য বছরের ন্যায় এবার ভর্তি পরীক্ষার তারিখ ৭ই শাওয়াল নির্ধারিত থাকলেও কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। এবার ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য দারুল উলুম দেওবন্দে অবস্থান করার সুযোগ নেই, সবাইকে নিজ নিজ এলাকাতেই প্রস্তুতি গ্রহণের আদেশ করা হয়েছে। এবার রমজান মাসে ভর্তি পরীক্ষার ফরম পূরণের সুযোগ নেই, ঈদের পর ২ শাওয়াল থেকে ৫ শাওয়ালের মধ্যেই করতেই হবে ভর্তি পরীক্ষার ফরম পূরণ। দেওবন্দ মাদরাসা কর্তৃপক্ষ আরো জানায়, ফার্সি বিভাগ থেকে আরবি বিভাগের চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি ইচ্ছুক ছাত্ররা ২ই শাওয়াল থেকে ৫ই শাওয়াল পর্যন্ত ভর্তি পরীক্ষার ফরম পূরণ করতে পারবে। আরবি বিভাগের পঞ্চম শ্রেণী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত ভর্তি ইচ্ছুক ছাত্ররা ২ই শাওয়াল থেকে ৬ই শাওয়াল পর্যন্ত ভর্তি পরীক্ষার ফরম পূরণ করতে পারবে।