মূল পাতা মুসলিম বিশ্ব ইউক্রেন ইস্যুতে নিরপেক্ষ অবস্থানে থাকবে তালেবান
মুসলিম বিশ্ব ডেস্ক 25 February, 2022 07:55 PM
ইউক্রেনে বেসামরিক হতাহতের সম্ভাবনার ব্যাপারে উদ্বিগ্ন বলে জানিয়েছেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। আজ (২৫ ফেব্রুয়ারি) শুক্রবার পূর্ব-ইউরোপের এই দেশটিতে চলমান রুশ আগ্রাসনের ব্যাপারে এক বিবৃতিতে উদ্বেগের কথা জানিয়েছে তালেবান। বিবৃতিতে তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন ইস্যুতে নিজেদের পররাষ্ট্রনীতি মেনে নিরপেক্ষ অবস্থানে থাকবে তালেবান।
পূর্ব-ইউরোপের উভয় দেশ রাশিয়া এবং ইউক্রেনকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে আফগানিস্তানের ইসলামিক আমিরাত বলেছে, সহিংসতা তীব্র হতে পারে এমন অবস্থান গ্রহণ করা থেকে সব পক্ষকে বিরত থাকতে হবে। আমরা ইউক্রেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং বেসামরিক হতাহতের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। উভয় পক্ষকে ইউক্রেনে অবস্থানরত আফগান ছাত্র ও অভিবাসীদের জীবন রক্ষায় মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গত আগস্টে পশ্চিমা সৈন্যদের বিদায়ের পর আফগানিস্তানের তৎকালীন সরকারের পতন ঘটে। সেই সময় কয়েকশ’ আফগানকে ইউক্রেনে সরিয়ে নেওয়া হয়।