| |
               

মূল পাতা সারাদেশ জন্ম নিবন্ধনের ফি ফ্রি করে প্রশংসায় ভাসছেন আলেম চেয়ারম্যান


সংগৃহীত

জন্ম নিবন্ধনের ফি ফ্রি করে প্রশংসায় ভাসছেন আলেম চেয়ারম্যান


রহমত ডেস্ক     22 February, 2022     01:15 PM    


বরিশাল সদর উপজেলার ৬নং জাগুয়া ইউনিয়নে যেকোনো নতুন জন্মনিবন্ধন সম্পূর্ণ ফ্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান মুফতী হেদায়াতুল্লাহ খান আজাদী। জন্মনিবন্ধনের সরকার নির্ধারিত ফি ব্যক্তিগতভাবে পরিশোধ করা ঘোষনা দিয়েছেন তিনি।

সম্প্রতি একটি ভিডিও বার্তায় এ ঘোষণা দেন ইউনিয়ন চেয়ারম্যান মুফতী হেদায়াতুল্লাহ খান আজাদী। ইউনিয়ন পরিষদের প্রায় সকল দায়িত্বশীলকে পাশে বসিয়ে তিনি এই ভিডিও বার্তা দেন।

তিনি বলেন, ‘প্রিয় জাগুয়াবাসী! আপনাদের জন্য একটি সুখবর। আজ থেকে জাগুয়া ইউনিয়নে নতুন যেকোন জন্মনিবন্ধনের জন্য কোন ফি নেওয়া হবে না। নতুন জন্ম নিবন্ধন সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে; এর খরচ সম্পূর্ণভাবে আমি নিজে বহন করবো।’

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘এ ছাড়া জন্ম নিবন্ধন সংশোধন, মৃত্যু নিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য যা কাজ রয়েছে, সেখানে সরকারি গেজেটেড নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি নেওয়া হবে না। কোন নিবন্ধনে কত ফি নেওয়া হবে, তা প্রিন্ট করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে টাঙিয়ে দেওয়া হবে। এর বাইরে কেউ বাড়তি কোনো ফি নিলে এবং প্রমাণসহ তা চেয়ারম্যানকে জানালে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷’

উল্লেখ্য, সারাদেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে গিয়ে প্রচণ্ড বিড়ম্বনায় ভোগে মানুষ। বিভিন্ন জায়গায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এ ছাড়াও সরকার নির্ধারিত ফি'র চেয়েও অনেক বেশি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে অনেক ইউনিয়ন পরিষদে। এমন সময়ে একজন আলেম চেয়ারম্যানের এ ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বরিশাল সদর উপজেলার ৬নং জাগুয়া ইউনিয়নবাসী৷

এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে মুফতী হেদায়াতুল্লাহ আজাদীর এ ঘোষণাটি। নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছে অনেকভাবেই। তাঁর উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সবাই।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল বরিশাল বরিশাল সদর