রহমত ডেস্ক 22 February, 2022 08:51 AM
করোনার নতুন ধরণ ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেয়া বিধিনিষেধ আজ থেকে বাতিল হচ্ছে। সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সোমবার রাত ১২টা পর্যন্ত কার্যকর ছিলো এ বিধিনিষেধ। তবে মহামারি মোকাবেলায় মানতে হবে স্বাস্থ্যবিধি। বাধ্যতামূলক থাকছে মাস্ক পরা।
এর আগে করোনার সংক্রমণ বেড়ে যাওূয়ায় দ্বিতীয় দফায় বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বাড়িয়ে গত ৩ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
তবে সংক্রমণ ও প্রাণহানি কমে আসায়, বিধিনিষেধ তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সেই সাথে ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রাও রয়েছে সরকারের।
এদিকে, আজ থেকে খুলছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে আজ। তবে বেশ কিছু নিয়ম মানতে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের। গত ২০ ফেব্রুয়ারি ২০ নির্দেশনা দিয়ে একটি আদেশ জারি করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মহামারির প্রকপ কমে আসায় উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। তবে এক্ষেত্রে শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে ক্লাসের সংখ্যা বৃদ্ধি করায় চাপ বেড়েছে শিক্ষকদের ওপর।