| |
               

মূল পাতা আরো সোশ্যাল মিডিয়া বদলে গেছে ফেসবুকের নিউজ ফিডের নাম


বদলে গেছে ফেসবুকের নিউজ ফিডের নাম


তথ্যপ্রযুক্তি ডেস্ক     20 February, 2022     06:40 PM    


বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আর থাকছে না ‘নিউজ ফিড’! এখন থেকে এই ফিচারটি শুধু ‘ফিড’ নামেই দেখা যাবে। ফেসবুকের কনটেন্টসমূহ আরও ভালোভাবো বোঝানোর জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। ফেসবুক অ্যাপের অফিসিয়াল টুইট থেকে এ তথ্য পাওয়া গেছে। 

ফেসবুক কর্তপক্ষ বলছে, ফেসবুকের কনটেন্টসমূহ আরও ভালোভাবো বোঝানোর জন্য এটি একটি পদক্ষেপ মাত্র। এই পরিবর্তন অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতাকে প্রভাবিত করবে না।

ফেসবুকে ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সময় ব্যয় করে নিউজ ফিড ফিচারে। এখানে তারা পরিবার, আত্মীয়-স্বজন, গণমাধ্যমের শেয়ার করা তথ্য পেয়ে থাকে। এটি গত ১৫ বছর ধরেই ‘নিউজ ফিড’ নামে পরিচিত ছিল। অবশেষে যার পরিবর্তন ঘটলো। ফেসবুকে এ মাস পর্যন্ত প্রায় ২ দশমিক ৮৯ বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীর রয়েছে।