| |
               

মূল পাতা সারাদেশ যমুনা বামতীরে বন্যা নিয়ন্ত্রণ স্থায়ী বাঁধ নির্মাণের দাবী


যমুনা বামতীরে বন্যা নিয়ন্ত্রণ স্থায়ী বাঁধ নির্মাণের দাবী


ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি     20 February, 2022     06:37 PM    


জামালপুরের যমুনা বামতীর সংরক্ষণ প্রকল্পের পাইলিং এর পাশ দিয়ে ইসলামপুর চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার থেকে উলিয়া পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। বাঁধটি নির্মাণ হলে অকাল বন্যা থেকে মেলান্দহ ও ইসলামপুর উপজেলাসহ জামালপুরের পশ্চিমাঞ্চলের বহু ফসলী জমি, রাস্তাঘাট ও বসতবাড়ী বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা হবে।

জানা গেছে, প্রতি বর্ষাকালে যমুনার ফুঁসে উঠা পানি যমুনা বামতীর সংরক্ষণ পাইলিং এর ওপর দিয়ে প্রবল বেগে বয়ে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়। যার ফলে সাড়ে ৪শত কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনা বামতীর সংরক্ষণ প্রকল্পের পাইলিংয়ে বিভিন্ন স্থানে সিসি ব্লক ধ্বস পড়ে এবং মেলান্দহ ও ইসলামপুর উপজেলাসহ পশ্চিম জামালপুরের ২০/২৫টি ইউনিয়নের বহু ফসল, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ী বন্যায় ক্ষতি গ্রস্থ হয়। এতে বন্যা চলে গেলেও চরম দূর্ভোগ ও ক্ষয়ক্ষতি নিয়ে সারা বছর মানবেতর জীবন যাপন করে মানুষ। এলাকাবাসীর দাবী ইসলামপুরের চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার থেকে উলিয়া পর্যন্ত ৮কিলোমিটার যমুনা বামতীর সংরক্ষণ প্রকল্পের পাশ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ একটি স্থায়ী বাঁধ কাম রাস্তা নির্মাণ করা হলে হাজার হাজার একর ফসলি জমি ও ঘরবাড়িসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা বন্যার কবল থেকে রক্ষা পাবে।

যমুনা বাম তীরবর্তী মানুষের জীবন যাত্রা মানের উন্নয়নে বাঁধ কাম রাস্তাটি নির্মাণে স্থানীয় এমপি-মন্ত্রীসহ প্রধানমন্ত্রীর নিকট দাবী জানিয়েছেন স্থানীয় চিনাডুলী ইউপি চেয়ারম্যান আ:ছালামসহ এলাকাবাসী ।

যমুনার বামতীরে গুঠাইল বাজার থেকে উলিয়া পর্যন্ত পাইলিং এর পাশ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম রাস্তা নির্মাণ হলে পাইলিংসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা বন্যার কবল থেকে রক্ষা পাবে বলে জানান ইসলামপুর উপজেলার পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল। যমুনা বাম তীরবর্তী মানুষের দূর্ভোগ লাঘবসহ জীবন যাত্রা মান উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের পাশ দিয়ে জরুরী ভিত্তিতে স্থায়ী একটি বাঁধ কাম রাস্তা নির্মাণের উদ্যোগ নেবেন এটাই প্রত্যাশা বন্যায় ক্ষতিগ্রস্ত ভোক্তভোগী এলাকাবাসীর।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর ইসলামপুর