| |
               

মূল পাতা রাজনীতি যশোরে যুবদলের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ২৫


যশোরে যুবদলের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আহত ২৫


রহমত ডেস্ক     05 February, 2022     07:51 AM    


যশোরে যুবদলের প্রতিবাদ সমাবেশে লাঠিচার্জ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে যশোর জেলা বিএনপির কার্যালয়ে চলা এ সমাবেশে বেপরোয়াভাবে লাঠিচার্জ করা হয়। এতে ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।

নেতাকর্মীরা জানান, বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের প্রতিবাদ সমাবেশ চলছিল। সিরাজগঞ্জে যুবদল নেতা আকবার আলী হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ লাঠিচার্জ শুরু করে।

বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদে ডিবি পুলিশের একটি দল এসে বেপরোয়াভাবে লাঠিচার্জ করে। এতে আমাদের কমপক্ষে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনা অত্যন্ত লজ্জার। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে আর কোনো ঘটনা ঘটুক তা দেখতে চাই না।

এ বিষয়ে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বলেন, অনুমতি ছাড়াই সমাবেশ করেছে যুবদল। নিষেধ করায় তারা আমাদের ওপর হামলা চালায়। হামলা ঠেকাতে পুলিশের লাঠিচার্জ করতে হয়েছে।