| |
               

মূল পাতা রাজনীতি ‘বর্তমান পরিস্থিতিতে গ্যাসের দাম এক পয়সাও বাড়ানো ঊচিত নয়’


‘বর্তমান পরিস্থিতিতে গ্যাসের দাম এক পয়সাও বাড়ানো ঊচিত নয়’


রহমত ডেস্ক     02 February, 2022     09:10 PM    


খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, নতুনকরে জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করতে হবে। সম্প্রতি বাংলাদেশের গ্যাস উৎপাদন কোম্পানীসমূহ বর্তমান মূল্যের চেয়ে দ্বিগুন বাড়িয়ে জ্বালানী গ্যাসের দাম পুনঃনির্ধারনের প্রস্তাব দিয়েছে এনার্জি রেগুলেটরী কমিশনে। করোনা মহামারির মধ্যে মানুষ যখন দিশেহারা। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ্বাস চলছে। সীমিত আয়ের মানুষ দৈনন্দিন চাহিদা মেটাতে পারছে না। এ সময়ে আবারো জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির তৎপরতা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির সকল তৎপরতা বন্ধ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে গ্যাসের দাম এক পয়সাও বাড়ানো ঊচিত নয়।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বিজয়নগরস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের নিয়মিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা ওযায়ের আমীন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ডাঃ রিফাত মালিক, অধ্যাপক মাওলানা আজীজুল হক, মাওলানা আবদুল হক আমিনী, খন্দকার শাহাব উদ্দিন আহমদ, মাওলানা সাইফউদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।