মূল পাতা শিক্ষাঙ্গন সারাদেশের শিক্ষার্থীদের টিকা প্রদানের উদ্যোগ হাইয়াতুল উলইয়ার
জামিল আহমদ 16 January, 2022 08:36 PM
বৈশ্বিক মহামারী মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ সুরক্ষিত রেখে শিক্ষার সুশৃংখল পরিবেশ বজায় রাখতে সারাদেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের প্রতিষেধক ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে আল হাইয়াতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। আল হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা মাহফুজুল হক ও মুফতি নুরুল আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে দেশের প্রত্যেক জেলায় তিনটি করে কেন্দ্র স্থাপন করা হতে পারে হাইয়াতুল উলইয়ার পক্ষ থেকে। এবং দু’টি কেন্দ্র ছেলে শিক্ষার্থীদের টিকা গ্রহণের জন্য রাখা হতে পারে ও একটি কেন্দ্রে মেয়ে শিক্ষার্থীদের টিকা গ্রহণের ব্যবস্থা করা হতে পারে।প্রত্যেক জেলার সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করে এই টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করবে হাইয়াতুল উলইয়া। টিকা গ্রহণের ক্ষেত্রে কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা কি ধরনের নির্দেশনা মেনে তা গ্রহণ করবে এবং কবে থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে বোর্ডের দায়িত্বশীলদের সম্মিলিত সিদ্ধান্তের পর বিস্তারিত জানানো হবে। মাদরাসাগুলোতে পড়াশোনার পরিবেশ সুশৃংখল করতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা পরিবেশ ঠিক রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।