| |
               

মূল পাতা অর্থনীতি কত কমল এলপি গ্যাসের দাম


কত কমল এলপি গ্যাসের দাম


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     02 December, 2021     05:32 PM    


দেশে বিভিন্ন নিত্যপণ্যের দাম চড়া। এ সময় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির দাম খানিকটা কমেছে। এখন থেকে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম পড়বে ১২২৮ টাকা, নভেম্বর মাসে যা ছিল ১৩১৩ টাকা। অর্থাৎ দাম কমেছে ৮৫ টাকা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

প্রতিষ্ঠানটি বলছে,  প্রতি কেজির মূল্য মুসক ব্যতীত ৯৫.৯১ টাকা এবং মুসকসহ সর্বোচ্চ ১০২.৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর ৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এর আগে, গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। ওই সময় জানানো হয়েছিল, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে।

একই দিন বিইআরসি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দামও নির্ধারণ করেছে। লিটার প্রতি অটোগ্যাস বিক্রি হবে ৫৭.২৪ টাকায়। এটি আগামীকাল (শুক্রবার) থেকে কার্যকর হবে বলে জানানো হয়।  

/জেআর/