| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি ভারত মহাসাগরে একক আধিপত্য দেখতে চাই না : পররাষ্ট্রমন্ত্রী


ভারত মহাসাগরে একক আধিপত্য দেখতে চাই না : পররাষ্ট্রমন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     14 November, 2021     11:27 PM    


ভারত মহাসাগরে কারও একক আধিপত্য দেখতে চান না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন,  ‘ভারত মহাসাগর একটি বিশাল বিষয়, ভারতে আমাদের একটি নীতি আছে যে মহাসাগর উন্মুক্ত, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক হবে এবং আমরা এখানে একক আধিপত্য দেখতে চাই না।’

রোববার (১৪ নভেম্বর) আগামী বুধবার ঢাকায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) কাউন্সিল অব মিনিস্টার্সের ২১তম বৈঠক আয়োজনের প্রাক্কালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে ‘আইওরা-ঢাকা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (আইওরা-ডিডিআই) প্রস্তাব করবে।

মন্ত্রী বলেন, ‘আইওরা-ডিডিআইকে এ অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে গড়ে তুলতে আমরা আমাদের সংলাপ অংশীদারদের সহায়তা চাইব।’

উল্লেখ্য, আইওরা ২৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তঃসরকার আঞ্চলিক সংস্থা, যার ৯টি সংলাপ অংশীদার রয়েছে। এর লক্ষ্য হলো, ভারত মহাসাগর অঞ্চলের ভেতরে আঞ্চলিক সহযোগিতা এবং টেকসই উন্নয়ন জোরদার।

/জেআর/