| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের সামরিক মহড়া ফিলিস্তিনের হৃদয়ে ছুরিকাঘাত : হিজবুল্লাহ


ইসরাইলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের সামরিক মহড়া ফিলিস্তিনের হৃদয়ে ছুরিকাঘাত : হিজবুল্লাহ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     14 November, 2021     10:47 PM    


অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের যৌথ সামরিক মহড়াকে ফিলিস্তিনিদের হৃদয়ে ছুরিকাঘাত বলে অভিহিত করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

রোববার (১৪ নভেম্বর) পার্স টুডের খবরে বলা হয়, হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য নাবিল কাউক বলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব দেশের এই মহড়া দখলদারদেরকে ফিলিস্তিন ও লেবাননে আরও বেশি আগ্রাসন চালাতে উসকানি দেবে এবং এই মহড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী নেতাদের জন্য এক বড় কলঙ্ক রয়ে যাবে।

কোনো চাপ, সংকট ও বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে হিজবুল্লাহকে ইসরাইল বিরোধী অবস্থান থেকে সরানো যাবে না বলে তিনি জানান। হিজবুল্লাহ নেতা বলেন, তারা দখলদারদেরকে মোকাবেলার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দখলদার ইসরাইল এবং আমেরিকার সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এই প্রথম আরব মুসলিম দেশ দুটি ইসরাইল এবং আমেরিকার সঙ্গে প্রকাশ্যে সামরিক মহড়ায় যোগ দিলো। মুসলিম দেশ দুটির বিরুদ্ধে বিশ্বের সাধারণ মুসলমানদের প্রতিবাদ ও ঘৃণা এতে আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

/জেআর/