| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি ভাড়া বৃদ্ধি নিয়ে দুয়েকটি গণমাধ্যম অপমানজনক সমালোচনা করছে : ওবায়দুল কাদের


ভাড়া বৃদ্ধি নিয়ে দুয়েকটি গণমাধ্যম অপমানজনক সমালোচনা করছে : ওবায়দুল কাদের


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     09 November, 2021     03:16 PM    


দেশে জ্বালানি তেল ও বাস ভাড়া বৃদ্ধি নিয়ে দুয়েকটি গণমাধ্যম অপমানজনক সমালোচনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কিছু কিছু গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করলেও দু-একটি গণমাধ্যম বিরূপ ও অপমানজনক সমালোচনা করছে, যা প্রত্যাশিত নয়। অন্যদিকে কেউ কেউ পাতানো খেলা বলছে, অনেকেই আঁতাতের গন্ধও খুঁজে পেয়েছেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যাত্রী কল্যাণ সমিতি নামে একটি ভুয়া সংগঠনও বিষয়টি না জেনে, না বুঝে সমালোচনা করছে।

ওবায়দুল কাদের বলেন, তাহলে পরিবহন ধর্মঘট অব্যাহত থাকলে সেটা কি জনগণের জন্য কল্যাণকর হতো?

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির আমলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ছিল নৈমিত্তিক ঘটনা, সেটা বিএনপি ভুলে গেলেও জনগণ ভুলেনি। বিএনপির ৫ বছরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পেয়েছিল আটবার। তারা মূল্য কমাতে পারেনি। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও দেশে তারা দাম বাড়িয়েছিল।

আওয়ামী লীগ গত ১৩ বছরে ৫ বার মূল্যবৃদ্ধি করলেও ৫ বার মূল্যহ্রাসও করেছে। বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হয় দেশ যেন যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কিংবা দুর্ভিক্ষ চলছে এবং জনগণের পিঠ নাকি দেয়ালে ঠেকে গেছে।

/জেআর/