| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব বাসভবনে ড্রোন হামলা : অল্পের জন্য বেঁচে গেলেন ইরাকের প্রধানমন্ত্রী


বাসভবনে ড্রোন হামলা : অল্পের জন্য বেঁচে গেলেন ইরাকের প্রধানমন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     07 November, 2021     07:31 PM    


ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে এবং এতে অল্পের জন্য জানে রক্ষা পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি। সর্বশেষ খবরে জানা গেছে, তিনি অক্ষত আছেন।

রোববার (৭ নভেম্বর) ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিকিউরিটি মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিবৃতি বরাতে পার্স টুডে জানায়, আজ সকালের দিকে ড্রোনের সাহায্যে প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমিকে হত্যার প্রচেষ্টা চালিয়ে দুর্বৃত্তরা ব্যর্থ হয়।

ওই বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলেও কাজেমি অক্ষত ও সুস্থ আছেন।

ইরাকের দুজন সরকারি কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় ভবনের বাইরে ডিউটিরত নিরাপত্তাকর্মীদের ছয় সদস্য আহত হয়েছেন।

বাগদাদের নিশ্চিদ্র নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে প্রধানমন্ত্রীর বাসভবন অবস্থিত এবং সেখানে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন আঘাত হানে। হামলা সত্ত্বেও প্রধানমন্ত্রী কাজেমি অক্ষত আছেন বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি বিক্ষোভকারীদেরকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এ হামলার সঙ্গে কারা জড়িত, এ ব্যাপারে স্পষ্ট কিছু এখনো জানা যায়নি।

/জেআর/