| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি তেল-গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগ করা উচিত : নেজামে ইসলাম পার্টি


তেল-গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগ করা উচিত : নেজামে ইসলাম পার্টি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     07 November, 2021     07:19 PM    


তেল-গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। দলটির নেতারা বলছেন, সম্প্রতি জ্বালানি তেল, গ্যাস, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে জনজীবন দুর্বিষহ করে তোলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সংশ্লিষ্ট দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পদত্যাগ দাবি করছে।

রোববার (৭ নভেম্বর) পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের  মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে নেতৃবৃন্দ এ দাবি জানান।

বক্তারা বলেন, দেশের মানুষ আজ অতিষ্ঠ, দিশাহারা।  তাদের দেখার যেন কেউ নেই। নিত্যপণ্যের বাজারে চলছে সিন্ডিকেট নৈরাজ্য। অন্যদিকে কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। অথচ বাজারে আগুন। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সভায় বক্তারা অবিলম্বে তেল-গ্যাসের দাম কমানো ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্যে নিশ্চিত করার আহ্বান জানান।

সংগঠন সচিব ও মহানগর আমীর মাওলানা আবু তাহের খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পার্টির দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, শ্রমিক সমাজের আহ্বায়ক মাওলানা ওয়াহিদুল ইসলাম, সহ দফতর সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম নিজামী, ইসলামী ছাত্র সমাজের মহাসচিব এহতেশামুল হক সাখী, পার্টির তেজগাঁও থানা আমীর মাওলানা আশরাফুল ইসলাম, বংশাল থানা সেক্রেটারি মাওলানা তালহা বেলালী প্রমুখ।

/জেআর/