| |
               

মূল পাতা আন্তর্জাতিক আশরাফ গনির ফেসবুক পেইজ থেকে তালেবানের প্রতি সমর্থনের আহ্বান


আশরাফ গনির ফেসবুক পেইজ থেকে তালেবানের প্রতি সমর্থনের আহ্বান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     27 September, 2021     01:36 AM    


আফগানিস্তানের পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ গনির ফেসবুক পেইজ থেকে তালেবানের প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়। খবর আল আরাবিয়ার।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির ফেসবুক পেইজ থেকে এ সংক্রান্ত আহ্বান জানিয়ে পোস্ট করা হয়।

জানা গেছে, ফেসবুক পেইজে দেওয়া ওই বার্তায় দেশের ওপর গনি সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকার প্রেক্ষাপটে আফগানিস্তানের বর্তমান সরকারের সঙ্গে মতবিনিময় করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

বার্তায় বলা হয়, আফগানিস্তানকে সমৃদ্ধ করার জন্য দেশটির বর্তমান শাসকদের প্রয়োজন বন্ধুত্বের হাত।

তবে প্রেসিডেন্টের পক্ষ থেকে দাবি করা হয়, ওই পেইজটি হ্যাক করা হয়েছে। পোস্টটি আপলোড করার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে গনির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইট করা হয় : ‘ড. মোহাম্মদ আশরাফ গনির অফিসিয়াল ফেসবুক পেইজটি হ্যাক হয়েছে। এটি পুনরুদ্ধার না করা পর্যন্ত এই ফেসবুক পেইজে প্রকাশিত সবকিছু হবে অবৈধ।’

যুক্তরাষ্ট্র-সমর্থিত সাবেক আফগান সরকারের প্রধান গনি ১৫ আগস্ট তালেবানের কাবুল দখল করার পর দেশ থেকে পালিয়ে যান। ওই দিনই কাবুলে প্রবেশ করে আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। এর কয়েক সপ্তাহ তারা সরকার গঠন করে।

/জেআর/