রহমতটোয়েন্টিফোর ডেস্ক 27 September, 2021 01:47 AM
আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার হান্নান শাহের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। কথা পরিষ্কার, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি ও দেশের জনগণ যাবে না। এই সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেভাবে যা হবে, ইনশাল্লাহ আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব।
মির্জা আব্বাস বলেন, আমরা বলতে চাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। চেষ্টা করলে প্রতিরোধ করা হবে, বাধা দেওয়া হবে। সেই বাধার মুখে আপনারা টিকে থাকতে পারবেন না।
এ সময় নেতা-কর্মীদের সকল প্রকার প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান বিএনপির এই নীতিনির্ধারক।
নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ইদানিং রব উঠেছে যে নির্বাচন কমিশন পুনর্গঠন করবে সার্চ কমিটি দিয়ে। সার্চ কমিটি আগে কোনো দিন শুনি নাই। আওয়ামী লীগের সময়ে শুননাম।
তিনি বলেন, এই সার্চ কমিটির কোনো সাংবিধানিক ভিত্তি নেই। আপনারা সার্চ কমিটির মাধ্যমেই করেন আর যেভাবেই করেন- আমরা ওই জায়গাতে নাই।
/জেআর/