রহমতটোয়েন্টিফোর ডেস্ক 26 September, 2021 06:55 PM
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কোনো ফলাফল নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিউইর্য়ক সফরে আমি কোনো আউটকাম পাইনি। এমনকি রোহিঙ্গাদের যে সমস্যা সেই সমস্যারও তিনি কোনো সমাধান নিয়ে আসতে পারেননি। আমরা মনে করি রোহিঙ্গা ইস্যুতে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী, এই সরকার— তারা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি।
রোহিঙ্গা ইস্যুতে সরকারের ইতিবাচক ভূমিকা নেই উল্লেখ করে ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যু জিইয়ের রেখে সরকার আন্তর্জাতিক যে সুবিধা, সেই সুবিধাগুলো গ্রহণ করতে চায়। এখন পর্যন্ত শুধু রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা দেশ সফর করেনি। বিশেষ করে যারা স্টক হোল্ডার আছে, যে দেশগুলো যেমন চীন ও ভারত তাদের কাছে সরকার এখন পর্যন্ত যেতে পারেনি এবং এই সমস্যার কোনো সমাধান তারা বের করতে পারেনি।
বিএনপি মহাসচিব বলেন, 'আমরা যেটা সব সময় প্রত্যাশা করি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য জনগণের যে অধিকার, তার ভোটের অধিকার, বাকস্বাধীনতার অধিকার তা নিশ্চিত করার জন্য তাদের শুভ বুদ্ধির উদয় হবে। তারা সত্যিকার অর্থেই পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের ব্যবস্থা করবে। যাতে সত্যিকারভাবে জনগণের পার্লামেন্ট ও জনগণের সরকার প্রতিষ্ঠা পায়।
ফখরুল বলেন, অর্জন তার একটাই তা হলে আরও মিথ্যাচার কীভাবে করা যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন তার গোটা বক্তৃতার মধ্যে দেশে যে গণতন্ত্র নেই, দেশে যে মানুষের অধিকারগুলো হরণ করা হয়েছে, দেশে যে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ধবংস করে দেওয়া হয়েছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য যে সমস্ত উপাদান দরকার তার প্রত্যেকটিকে ধবংস করে দিয়ে এখানে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে এবং ফ্যাসিবাদী রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এই অবস্থা থেকে কীভাবে তিনি দ্রুত সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন এবং নির্বাচনি ব্যবস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিণত করবেন, জনগণের অসহায় অবস্থা কীভাবে দূর করবেন সেই সম্পর্কে তিনি কোনো কিছু উল্লেখ করেননি।
/জেআর/