| |
               

মূল পাতা আন্তর্জাতিক বিশ্বের ওপর একটি দেশের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ : ইবরাহিম রাইসি


বিশ্বের ওপর একটি দেশের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ : ইবরাহিম রাইসি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     18 September, 2021     10:46 PM    


বিশ্বের ওপর একটি দেশের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার দিন শেষ বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রাইসি। তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে শুক্রবার সাংহাই সহযোগিতা সংস্থার ২১তম শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) পার্স টুডের খবরে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে প্রেসিডেন্ট রাইসি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোতে তার দেশ সব সময় সক্রিয় অংশগ্রহণ করেছে, এবং বহু মেরুকেন্দ্রীকরণের ওপর ভিত্তি করে তার দেশের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে। একইসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ইরান সব সময় গঠনমূলক ভূমিকা রাখার চেষ্টা করেছে।

তিনি বলেন, বিশ্ব এখন এমন একটি যুগে প্রবেশ করেছে যেখানে একটি দেশের পক্ষ থেকে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার দিন শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক ব্যবস্থা এখন স্বাধীনচেতা দেশগুলোর পক্ষে চলে যাচ্ছে এবং বহু মেরুকেন্দ্রীকতার দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে সন্ত্রাস, উগ্রবাদ ও বিচ্ছিন্নতাবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে৷

সম্মেলনে রাইসি আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নেশার কঠোর নিন্দা জানিয়ে বলেন, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এখন আর একটি বা দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং স্বাধীনচেতা প্রতিটি দেশকে এর মুখোমুখি হতে হচ্ছে। সাংহাই সহযোগিতা সংস্থার বেশির ভাগ দেশ মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে গত শুক্রবার ইরান ইউরেশিয়ান এই সংস্থার পূর্ণ সদস্যপদ লাভ করে। ইরানকে পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য সাংহাই সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলোকে ধন্যবাদ জানান ইরানের প্রেসিডেন্ট৷

উল্লেখ্য, ১৯৯৬ সালের ২ জুন চীন, কাজাখস্তান, কিরঘিজিস্তান, রাশিয়া এবং তাজিকিস্তানকে নিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়। পরবর্তীতে উজবেকিস্তান, পাকিস্তান ও ভারতকে এই সংস্থার অন্তর্ভুক্ত করা হয়, এবং সর্বশেষ ইরানের নয়া প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির দেশকে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগিতা সংস্থার পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়া হয়৷

/ডব্লিওএ/জেআর/