| |
               

মূল পাতা সারাদেশ মসজিদে ৬ তাবলিগ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট


মসজিদে ৬ তাবলিগ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট


ঝালকাঠি প্রতিনিধি     13 September, 2021     01:27 AM    


ঝালকাঠির শেখেরহাটে তাবলিগ জামাত দলে আসা ৬ সদস্যকে অচেতন করে টাকাসহ সর্বস্ব লুট করা হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে শেখেরহাট ইউনিয়নের রাজপাশা মাদরাসা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে অচেতন ব্যক্তিদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি তাবলিগ জামাত সদস্যরা হলেন- আককাস আলী, লিয়াকত হোসেন, মো. আব্দুলাহ, আবুল হাসেম, আলাল হোসেন ও আশ্রাফুল ইসলাম।

তাবলিগ জামাত দলের সদস্য মো. শহিদুল্লাহ জানান, শনিবার সকালে ময়মনসিংহের ফুলপুর থেকে ১৫ সদস্যর একটি তাবলিগ জামাত দল ওই মসজিদে আসেন। পরের দিন রোববার দিবাগত রাত ১টার দিকে ৬ তাবলিগ সদস্যের নাকে চেতনানাশক ওষুধ স্প্রে করে তাদের সঙ্গে থাকা টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে যায় অজ্ঞাতরা। এর কিছুক্ষণ পর তাবলিগ দলেরে অন্য সদস্যরা টের পেয়ে তাদেরকে সকালে সদর হাসপাতেল ভর্তি করান।

শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ফোরকান আলী জানান, এ ঘটনা তাকে কেউই জানায়নি। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/জেআর/


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল ঝালকাঠি ঝালকাঠি সদর