রহমতটোয়েন্টিফোর ডেস্ক 13 September, 2021 01:38 AM
বাংলাদেশি কর্মীরা চাইলে কাবুলে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, আফগানিস্তানে তালেবানের সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে বাংলাদেশ বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাবের দিকে নজর রাখছে। আর আফগানিস্তানে বাংলাদেশি উন্নয়নকর্মী এবং পেশাজীবীদের মধ্যে যারা গত মাসে নিরাপত্তার আশঙ্কায় দেশে ফিরে গেছেন, তারা চাইলে কাবুলে ফিরতে পারবেন।
সম্প্রতি লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে একটি কৌশলগত সংলাপে অংশ নেওয়ার পর বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
মাসুদ বিন মোমেন জানান, যুক্তরাজ্য সরকারের সঙ্গে ওই সংলাপে আফগানিস্তান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা, কোভিড-১৯ মহামারির কারণে দুই দেশের মধ্যে চলাচল সঙ্কট এবং নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে আসন্ন জলবায়ু সম্মেলন নিয়ে আলাপ হয়েছে।
উল্লেখ্য, ১৫ আগস্ট পশ্চিমাসমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এমন পরিস্থিতিতে সেখানে থাকা ১৫ বাংলাদেশি দোহা হয়ে ৩১ আগস্ট দেশে ফিরে আসে।
/জেআর/