মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলের কারাগারে বন্দি ৪৬৫০ ফিলিস্তিনি
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 13 September, 2021 01:22 AM
অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের কারাগারে বন্দি হয়ে আছেন ৪৬৫০ জন ফিলিস্তিনি। বর্তমানে ৩৪ বন্দি ২৫ বছরের বেশি কারাগারে রয়েছেন। ৯২ বন্দি ২০ বছরের বেশি কারাগারে রয়েছেন। অপরদিকে ১৯৯৩ সালে অসলো চুক্তির আগে থেকে কারাগারে রয়েছেন ২৫ জন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম পার্স টুডে আদামিরের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
জানা যায়, গত ৬ সেপ্টেম্বর প্রকাশিত আদামিরের মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়, বন্দিদের মধ্যে পাঁচ শ ২০ জন কোনো প্রকার অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশের অধীন বন্দি রয়েছেন। মোট বন্দিদের মধ্যে দুই শ জন শিশু ও ৪০ জন নারী রয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়, ফিলিস্তিনি বন্দিদের মধ্যে দুই শ ৪০ জন গাজা উপত্যকার বাসিন্দা। অপরদিকে জেরুসালেম শহরের বাসিন্দা চার শ জন। এছাড়া ৭০ বন্দি ইসরাইলে বসবাস করা ফিলিস্তিনি আরব বাসিন্দা। অপর বন্দিরা অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা।
ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, বন্দিদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডের অধীন পাঁচ শ ৪৪ জন সাজা ভোগ করছেন। অপরদিকে ২০ বছরের মেয়াদের বেশি কারাদণ্ডে সাজা ভোগ করছেন চার শ ৯৯ জন।
/জেআর/