মূল পাতা সোশ্যাল মিডিয়া বিপাকে ইহুদিরা : ৭০ লাখ ইসরাইলির তথ্য হাতিয়ে নেওয়ার দাবি হ্যাকারের
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 09 September, 2021 07:31 AM
৭০ লাখ ইসরাইলির ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে একজন হ্যাকার। ওই হ্যাকারের নাম শনকানিচিল। তিনি ইসরাইলের পৌরসভার ব্যবহার করা ‘সিটি৪ইউ’ ওয়েবসাইট হ্যাক করে এই তথ্য হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে। এরই মধ্যে তিনি অনেকগুলো পৌরসভার ওয়েবসাইটে অনুপ্রবেশ করে সফলভাবে তথ্য হাতিয়ে নিয়েছেন জানিয়ে তথ্য বিক্রির প্রস্তাবও দিচ্ছেন।
বুধবার (৮ সেপ্টেম্বর) ইসরাইলের গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, ওই সাইবার অপরাধীর দাবি সত্য হলে এটা হবে- ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় চুরি।
খবরে আরও বলা হয়েছে, হ্যাকার সত্যি সত্যি ইসরাইলের ৮০ শতাংশ নাগরিকের তথ্য চুরি করেছেন, তার প্রমাণস্বরূপ ইহুদি নাগরিকদের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ ব্যক্তিগত তথ্য প্রকাশ করা শুরু করেছেন।
ওই হ্যাকারের দাবি সত্য হলে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইল বড় ধরনের বিপদে পড়বে বলে প্রযুক্তিবিদরা ধারণা করছেন।
/জেআর/