মূল পাতা আন্তর্জাতিক জনগণের কাছে ক্ষমা চাইলেন আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 09 September, 2021 07:23 AM
আফগান জনগণের কাছে ক্ষমা চাইলেন পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি। এমনকি তিনি অর্থ নিয়ে পালানোর ব্যাপারে তদন্তের মুখোমুখি হতেও রাজি বলে জানিয়েছেন। খবর পার্স টুডের।
বুধবার (৮ সেপ্টেম্বর) টুইটারে এক বিবৃতি প্রকাশ করে দেশটির জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, তালেবানের হাতে কাবুলের ক্ষমতা দখল হওয়ার সময় সবকিছু যেভাবে ঘটেছে, সেজন্য তিনি জনগণের কাছে ক্ষমা চান।
তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় নিজের অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্বচ্ছ হিসেবে তুলে ধরে বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় তিনি বিপুল অঙ্কের অর্থ সঙ্গে করে নিয়ে গেছেন বলে যে খবর প্রচার করা হয়েছে, সে ব্যাপারে তিনি তদন্তের মুখোমুখি হতে রাজি আছেন।
তিনি সঙ্গে করে কোটি কোটি ডলার নগদ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট তালেবান কাবুলে প্রবেশ করার আগ মুহূর্তে আশরাফ গনি হঠাৎ করে দেশ ছেলে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, নিজের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্যই আশরাফ গনি আফগান জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
/জেআর/