মূল পাতা আন্তর্জাতিক ‘২০ বছরের অর্জন ধরে রাখতে’ তালেবানের সঙ্গে আলোচনা প্রয়োজন: জার্মান চ্যান্সেলর
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 26 August, 2021 11:51 AM
‘২০ বছরের অর্জন ধরে রাখতে’ তালেবানের সঙ্গে আলোচনা প্রয়োজন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তিনি বলেন, আফগানিস্তানের চলমান পরিস্থিতি ‘তিক্ত বাস্তবতা’। দেশটিতে ‘গত ২০ বছরের অর্জন ধরে রাখতে’ তালেবানের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন। খবর পার্স টুডের।
গতকাল বুধবার জার্মান পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মার্কেল বলেন, ‘গত ২০ বছরে আফগানিস্তানে যে পরিবর্তন এসেছে তা যথাসম্ভব ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আর তা করতে আন্তর্জাতিক সমাজের উচিত তালেবানের সঙ্গে সংলাপে বসা।’
মার্কেল বলেন, ওই তারিখ (বিদেশি সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়) পর্যন্ত আফগানিস্তান থেকে আমাদের আফগান সহকর্মীদের বের করে আনার জন্য জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে পুরো আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেয় তালেবান। সশস্ত্র গোষ্ঠীটি এখন সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
/জেআর/