| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানের রাজধানী কান্দাহারে সরিয়ে নেওয়ার আলোচনা চলছে : তালেবান


আফগানিস্তানের রাজধানী কান্দাহারে সরিয়ে নেওয়ার আলোচনা চলছে : তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     22 August, 2021     02:24 PM    


আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে পরিবর্তন করে কান্দাহারে সরিয়ে নেওয়ার আলোচনা চলছে বলে জানিয়েছে তালেবান। জানা গেছে, আফগানিস্তানে একটি 'অন্তর্ভুক্তিমূলক' সরকার গঠন নিয়ে আলোচনা শুরুর পাশাপাশি তারা দেশের রাজধানী কাবুল থেকে কান্দাহারে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে।

গতকাল শনিবার তালেবানের সাংস্কৃতিক কমিশনের কর্মকর্তা আবদুল কাহার বালখি বলেন, নতুন সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। রাজধানী কাবুলকে তালেবানের জন্মস্থান কান্দাহারে সরিয়ে নেওয়ার বিষয় নিয়েও আলোচনা চলছে।

তিনি বলেন, কে সরকার গঠন করবে, কে করবে না, সে ব্যাপারে কিছু বলতে পারব না। তবে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আলোচনা চলছে। নতুন সরকার গঠনে বিলম্ব কিংবা কে নতুন তালেবান প্রশাসনের নেতৃত্ব দেবেন, তা ঘোষণা করতে বিলম্ব হওয়ায় আন্দোলনটি এ নিয়ে যে কতটা অপ্রস্তুত ছিল, তাই ফুটে উঠেছে। পাশ্চাত্য-সমর্থনপুষ্ট বাহিনীর আকস্মিক পতনের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বালখি বলেন, তালেবান নেতারা শুরুতে কাবুলে প্রবেশ করতে চাননি। ঘটনাপ্রবাহ এত দ্রুত ঘটে যে সবাই অবাক হয়ে যায়। আমরা যখন কাবুলে প্রবেশ করি, তখন এ নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। আমরা শুরুতে ঘোষণা করেছিলাম, আমরা কাবুলে প্রবেশ করতে চাই না। আমরা কাবুলে প্রবেশ করার আগে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে চেয়েছিলাম। আমরা কাবুলে প্রবেশের আগেই একটি যৌথ ও অন্তর্ভুক্তিমূলক সরকার চেয়েছিলাম।

তিনি বলেন, কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের স্থানগুলো থেকে সরে গেলে আমরা আমাদের বাহিনীকে কাবুলে প্রবেশ করে নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে বলি।

/জেআর/