মূল পাতা মুসলিম বিশ্ব মাত্র ৬ জন তালেবান দখল করেছে ৬০ হাজার মানুষের শহর
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 22 August, 2021 12:11 AM
মাত্র ৬ জন তালেবান দখল করেছে ৬০ হাজার মানুষের শহর। বিষয়টি বিস্ময়কর হলেও সত্য বলে দাবি করেছেন খোদ আশরাফ গনি সরকারের একজন মন্ত্রী। এই শহরটি বাদাখশান প্রদেশের শাঘনান জেলা। জানা গেছে, মাত্র ৬ জন তালেবান সদস্য বাদাখশান প্রদেশের শাঘনান জেলা দখল করে। এই জেলায় প্রায় ৬০ হাজার মানুষ বসবাস করে। খবর আল জাজিরার।
সম্প্রতি আল জাজিরাকে আফগানিস্তানে সদ্য ক্ষমতাচ্যুত আশরাফ গনি সরকারের একজন মন্ত্রী বিষয়টি জানিয়েছেন।
ওই মন্ত্রী আরও জানান, অল্প সংখ্যক তালেবান যোদ্ধা ব্যাপক এলাকা দখল করেছে এমন আরও অনেক উদাহরণ আছে। তালেবানও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
পশ্চিমা সমরকৌশলবিদ থেকে শুরু বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ পর্যন্ত বিস্মিত, কীভাবে এত কম সময়ে তালেবান বিস্তীর্ণ এলাকা দখল করল? সর্বাধুনিক মার্কিন সমরাস্ত্র এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৩ লাখ আফগান বাহিনীর বিরুদ্ধে তালেবানের বিজয় নিয়ে বিশ্বের সর্বত্র যখন সমীকরণ মেলাতে ব্যস্ত, তখন বিস্ময়কর এমন তথ্য জানালেন আফগানিস্তানের সাবেক মন্ত্রী।
/জেআর/