| |
               

মূল পাতা আন্তর্জাতিক বিশ্বকে চীন: আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকুন


বিশ্বকে চীন: আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকুন


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     20 August, 2021     05:35 PM    


আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। খবর পার্সটুডের।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, বেশি চাপ সৃষ্টি না করে বরং ইতিবাচক দিকে পরিচালিত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আফগানিস্তানকে উৎসাহী করে তোলা উচিত। এ ধরনের মনোভাব আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভূ-রাজনৈতিক যুদ্ধক্ষেত্র’ হিসেবে আফগানিস্তানকে ব্যবহার করা থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিরত থাকা উচিত। এর পরিবর্তে বরং দেশটির স্বাধীনতা এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানো দরকার।

/জেআর/