| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ২০ বছর পর কাবুল দূতাবাস থেকে নামানো হলো আমেরিকার পতাকা


২০ বছর পর কাবুল দূতাবাস থেকে নামানো হলো আমেরিকার পতাকা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     16 August, 2021     03:19 PM    


দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত দূতাবাস থেকে নামানো হলো আমেরিকার পতাকা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, মার্কিন দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের সব পতাকা নামিয়ে ফেলা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ঘনিষ্ঠ কর্মকর্তা রস উইলসনসহ দূতাবাসের সব কর্মকর্তা বিমানবন্দর দিয়ে আফগানিস্তান ত্যাগ করছেন।

যৌথ বিবৃতিতে পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাবুলে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দর সুরক্ষিত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ২০০১ সালে ক্ষমতা হারিয়ে কোণঠাসা হয়ে পড়া তালেবান রোববার বিনা রক্তপাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়। পুরো আফগানিস্তান এখন তাদের দখলে। কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণও নিয়েছে তারা। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর গত ১০০ দিনে একের পর এক শহর দখল করে সর্বশেষ কাবুল কবজায় নেওয়ার মধ্য দিয়ে ১৯৯৬ সালের পর দ্বিতীয় পর্বের উত্থান ঘটাল তালেবান। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলার ব্যয়ের আফগান যুদ্ধের লজ্জাজনক পরিণতিও হলো।

এর আগে, গতকাল রাজধানীতে কাবুলে প্রবেশ করে তালেবান বাহিনী। তারা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আশ্বাস দিয়েছেন।

/জেআর/