মূল পাতা মুসলিম বিশ্ব কাবুলে প্রবেশ করেছে তালেবান
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 15 August, 2021 11:56 PM
আফগানিস্তানের রাজধানীতে প্রবেশ করতে শুরু করেছে তালেবান। এর মধ্য দিয়ে কার্যত পুরো দেশের কর্তৃত্ব তালেবানের হাতে চলে যাচ্ছে। খবর আল জাজিরার।
রোববার (১৫ আগস্ট) কাবুলের প্রবেশদ্বারগুলো ঘিরে ফেলার পর চাপের মুখে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করেছেন। এরপর তালেবানের পক্ষ থেকে তাদের যোদ্ধাদের কাবুলে ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তালেবানের যোদ্ধারা শহরের চারপাশে অবস্থান নেওয়ার পরেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে চলে গেছেন। তাই লুটপাট ঠেকাতে তালেবান যোদ্ধাদের কাবুলে ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে।
মানুষজনকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তালেবানের ওই মুখপাত্র আরও বলেন, ‘শান্তিপূর্ণ এবং সন্তোষজনকভাবে ক্ষমতা হস্তান্তরে সম্মত না হওয়া পর্যন্ত তালেবান যোদ্ধাদের কাবুলের সমস্ত প্রবেশপথে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’
/জেআর/