| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব এক মাস আগে আর পরে: ছবিতে দেখুন কীভাবে আফগানিস্তান দখল করল তালেবান


এক মাস আগে আর পরে: ছবিতে দেখুন কীভাবে আফগানিস্তান দখল করল তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     15 August, 2021     12:12 AM    


তালেবান প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে। মাত্র ১০ দিনে দেশটির রাজধানী পর্যন্ত পৌঁছে গেছে তাদের অগ্রযাত্রা। একের পর এক প্রাদেশিক রাজধানী দখলের পর এবার খোদ কাবুল ঘিরে ফেলেছে তারা। সবশেষ খবরে জানা গেছে, কাবুলে প্রবেশ করতে শুরু করেছে তালেবান বাহিনী।

এদিকে ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি। আফগানিস্তান থেকে বিদেশি সৈন্যদের বিদায়ের পর তালেবানের অগ্রাভিযান চলতে থাকে অতি দ্রুতগতিতে।

ওপরের গ্রাফে দেখুন, কীভাবে দেড় মাসেরও কম সময়ের এক ঝটিকা অভিযানে তারা প্রায় পুরো দেশের ওপর তাদের নিয়ন্ত্রণ কায়েম করে। ৯ জুলাই তারিখে কত ভাগ এলাকা তালেবানের নিয়ন্ত্রনে ছিল আর আজ (১৫ আগস্ট) কত ভাগ এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। এখন সরকার গঠন তালেবানের সময় ব্যাপার মাত্র!

গ্রাফ : বিবিসির সৌজন্যে

/জেআর/