মূল পাতা করোনাভাইরাস একদিনে আরও ১৬৩ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 06 July, 2021 06:31 PM
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন আরও ১৬৩ জন। দেশে এটি এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৩৯২ জনে। এর আগে গতকাল (৫ জুলাই) ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
একই সময়ে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ১১ হাজার ৫২৫ জন, যা দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।
মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৪৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম চীনের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। ৮ মার্চ প্রথম বাংলাদেশে কোনও করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে প্রথম কোনও ব্যক্তির করোনায় মৃত্যু হয়। এ সময়ে দেশের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তিকেও আমরা হারিয়েছি।
/জেআর/