| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি খালেদার জ্বরে আক্রান্ত হওয়ার কারণ জানালেন ফখরুল


খালেদার জ্বরে আক্রান্ত হওয়ার কারণ জানালেন ফখরুল


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     14 June, 2021     04:54 PM    


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বরে আক্রান্ত হওয়ার কারণ জানালেন ফখরুল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ফুসফুস ও কিডনি জটিলতার কারণে বার বার জ্বরে আক্রান্ত হচ্ছেন।

সোমবার (১৪ জুন) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ‘চিকিৎসকদের কাছ থেকে যতটুকু জেনেছি তার(খালেদা জিয়া) হার্টের সমস্যা আছে, সেই সমস্যা না গেলে তার লাংঞ্চে যেভাবে পানি এসে যায় সেটা বন্ধ হবে না। যেটা চিকিৎসক মনে করছেন যে, কিডনি ইজ নট ফ্যাংশনিং পোপারলি। তার লিভারও ঠিকভাবে কাজ করছে না। যে কারণে জ্বর চলে গেলে আবারও তার জ্বর আসছে। গতকাল তার জ্বর এসছিলো।’

এ সময় এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তারা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। যেটা বার বার করে তারা বলছেন যে, আমাদের হাসপাতালগুলো ইকুপ্ট না। তাকে এডভান্স সেন্টারে নিয়ে চিকিতসা করানো উচিত।’

/জেআর/