| |
               

মূল পাতা সারাদেশ মোবাইলে এমবির টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা


মোবাইলে এমবির টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা


চাঁদপুর প্রতিনিধি     22 May, 2021     02:04 PM    


মোবাইলে শিশু-কিশোরদের আসক্তি অসুস্থতার পর্যায়ে চলে গেছে অনেক আগেই। এবার চাঁদপুরে ঘটল এরকম একটি মর্মান্তিক ঘটনা। মোবাইলে ফ্রি ফায়ার গেইমস খেলার জন্য এমবি কিনার টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে আত্মাহত্যা করেছে মামুন (১৪) নামের এক কিশোর ।

গতকাল শুক্রবার (২১ মে) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরের পারিবারিক সূত্র জানায়, দুপুরে মামুন তার মায়ের কাছে মোবাইলের এমবি কেনার জন্য টাকা চাইলে তার মা কমলা বেগম পরে নিতে বলে। এরপর পরে আবার চাইলে টাকা না পেয়ে মামুন রাগে-ক্ষোভে ঘরের আড়ার সাথে বিদুৎতের তার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল ইসলাম বলেন, ‘মামুনের বাবা মিজানুর রহমান দুই বছর আগে মারা যান। তার মা বর্তমানে ঢাকা একটি গার্মেসে চাকরি করেন। আত্মহত্যার ঘটনাটি তার নানার বাড়িতে ঘটে। মূলত গেম খেলার টাকার জন্য মামুন আত্মহত্যা করেছে বলে জানায় তার পরিবারের লোকজন। মরদেহের ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।’


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চাঁদপুর মতলব দক্ষিণ