| |
               

মূল পাতা করোনাভাইরাস চলমান ‘লকডাউন’ বাড়ছে আরও এক সপ্তাহ


চলমান ‘লকডাউন’ বাড়ছে আরও এক সপ্তাহ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     26 April, 2021     04:55 PM    


করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।  নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই বিধিনিষেধ আগামী ৫ মে পর্যন্ত বলবৎ থাকবে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল।

সোমবার (২৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জনস্বাস্থ্যবিদদের পরামর্শে বিধিনিষেধ এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’

এর আগে, সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর মধ্যে অবশ্য গতকাল রোববার থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হয়েছে। প্রথমে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার কথা বলা হলেও পরে তা রাত ৯টা পর্যন্ত বৃদ্ধি করা হয়।