| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন এবার ঢাবিতে তালা ভেঙে হলে শিক্ষার্থীরা


এবার ঢাবিতে তালা ভেঙে হলে শিক্ষার্থীরা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     22 February, 2021     02:25 PM    


হল খোলার দাবিতে ক্রমেই উত্তাল হচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করেছে। জানা গেছে, হল ও ক্যাম্পাস খোলার দাবিতে তারা হলে প্রবেশ করেছে। এসময় অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করে।

এ বিষয়ে হলের গণিত বিভাগের শিক্ষার্থী মোনায়েম গণমাধ্যমকে বলেন, ‘১২টার দিকে হলে শিক্ষার্থীরা প্রবেশ করেছে। আমরা প্রভোস্ট স্যারের রুমের সামনে অবস্থান করছি। স্যার অনলাইন ক্লাসে আছে। স্যার ক্লাস শেষ করলেই আমরা স্যারের সাথে কথা বলব।’

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার  বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। দেখছি কী করা যায়।’

শিক্ষার্থীরা জানায়, করোনা মহামারির কারণে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও চলছে সকল শিক্ষা কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠান বাদে সকল প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান কেন খোলা নয় এমন চিন্তা থেকে হলে প্রবেশ করেছে বলে তারা জানিয়েছে।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হল ছাড়তে প্রশাসনের দেওয়া নির্দেশনাকে প্রত্যাখ্যান করেছেন হলে ওঠা শিক্ষার্থীরা। তারা এখনও হলে অবস্থান করছেন।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হল খোলার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়েও সোমবার শিক্ষার্থীরা হল খোলার দাবিতে আন্দোলন করছেন।
-জেড