| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে জাবি প্রশাসনের মামলা


অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে জাবি প্রশাসনের মামলা


জাবি প্রতিনিধি     22 February, 2021     01:48 PM    


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২৫০ জনকে আসামী করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী সজল বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাদী হয়ে এই মামলা করেন। রোববার সন্ধ্যায় আশুলিয়া থানায় এ মামলা দায়ের করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের (রহিমা কানিজ) নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেছি। তবে আশুলিয়া থানার পরিদর্শক আব্দুর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ দিয়ে গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, এক ক্রিকেট টুর্নামেন্ট ও চাঁদাবাজিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা মসজিদের মাইকে মাইকিং করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে। পরে সংঘর্ষ জড়ায় উভয়পক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন।
-জেড