মূল পাতা করোনাভাইরাস চীনের সেই চিকিৎসকের মৃত্যুর ১ বছর
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 08 February, 2021 10:40 AM
করোনাভাইরাসের প্রথম উপস্থিতি তিনিই শনাক্ত করে সবাইকে জানিয়েছিলেন। বিশ্বকে সতর্ক করে দিয়ে নিজে সেই ভাইরাসেই আক্রান্ত হয়ে প্রাণ দিলেন। এক বছরেরও বেশি সময় আগে চীনের উহান প্রদেশে করোনাভাইরাসের খবর ফাঁস করে বিশ্বকে সতর্ক করা সেই চিকিৎসকের নাম লি ওয়েনলাং। পরে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এবং অনেক মানুষের মৃত্যু হলে বিশ্বজুড়ে প্রশংসিত হন তিনি।
তবে তিনিও বাঁচতে পারেননি করোনার ছোবল থেকে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা যান লি। ভাইরাসটি সম্পর্কে বিশ্বকে জানানো এই চীনা চিকিৎসকের মৃত্যুর প্রথম বার্ষিকীতে দেশটির জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।
২০২০ সালের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা যান লি। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে চীনা নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি লির মৃত্যু সংবাদ প্রথমে প্রকাশ করা হয়েছিল। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
লি ওয়েনলাং বীরত্বের মর্যাদায় অভিষিক্ত হচ্ছেন সাধারণ মানুষের কাছে। তাকে চীনের মানুষ হৃদয়ে স্থান দিয়েছেন।
-জেড