| |
               

মূল পাতা উপমহাদেশ জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান বন্দি সু চির


জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান বন্দি সু চির


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     01 February, 2021     02:07 PM    


জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের রাজনৈতিক নেতা অং সান সুচি। এই সামরিক অভ্যুত্থান মেনে না নিয়ে বিক্ষোভের আহ্বানও জানিয়েছেন তিনি।

সোমবার (১ ফেব্রুয়ারি) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে সু চির মুখপাত্রকে উদ্ধৃত করে এমন খবর প্রকাশ করেছে।

সু চির বরাত দিয়ে তার মুখপাত্র মাইও নিন্ত এক বিবৃতিতে জানান, ‘সামরিক বাহিনীর এই পদক্ষেপ দেশকে আবারো স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে।’

এনএলডি নেতা অং সান সু চির নাম উল্লেখ করে তিনি জানান, ‘আমি জনগণকে এই সামরিক অভ্যুত্থান মেনে না নেওয়ার আহ্বান জানাচ্ছি। তাদের প্রতিক্রিয়া জানাতে এবং আন্তরিকভাবে এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানাচ্ছি।’

এর আগে, সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে মিয়ানমারে জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, দেশের ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ মিয়ানমারের ক্ষমতা এখন সেনাবাহিনীর দখলে। আগামী এক বছরের জন্য দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সোমবার সকাল থেকে দেশটির বড় শহরগুলোতে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। ‘টেকনিক্যাল সমস্যার’ কারণে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওর সম্প্রচার বন্ধ রয়েছে।
-জেড